শিলিগুড়ি, ২৩ মার্চঃ শিলিগুড়ির রাস্তায় টোটো চলাচলে অনুমতি দেওয়া হোক।এই দাবীতে শিলিগুড়ির মহকুমাশাসককে স্মারকলিপি প্রদান করলো সিআইটিইউ ই-রিক্সা চালক ইউনিয়ন।
এদিন বিভিন্ন দাবী দাওয়া নিয়ে মহকুমাশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান ই-রিক্সা চালক ইউনিয়নের সদস্যরা।টোটো চালকদের বক্তব্য, টোটো চালিয়েই সংসার চলে তাদের।কিন্তু শহরের রাস্তায় টোটো চালাতে সমস্যায় পড়তে হচ্ছে টোটো চালকদের।বিভিন্ন সময় পুলিশ টোটো আটকে দিচ্ছে বলে অভিযোগ।এই কারণে টোটোর বৈধ নথীপত্র এবং টোটো চলাচলের অনুমতি দেওয়া হোক এই দাবি জানান তারা।
এই বিষয়ে ই-রিক্সা চালক ইউনিয়নের সভাপতি উদয়ন দাসগুপ্ত বলেন, টোটো চালকদের শহরে চলাচল করতে দেওয়া হচ্ছে না।পুলিশ কোনো কারণ ছাড়াই টোটো আটক করে ঘণ্টার পর ঘণ্টা হয়রানি করে।এরফলে সমস্যায় পড়তে হচ্ছে তাদের।এই নিয়েই আজ মহকুমাশাসককে স্মারকলিপি দেওয়া হল।
অন্যদিকে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন মহকুমাশাসক।
