শিলিগুড়ি, ১৯ ডিসেম্বরঃ রাস্তাঘাটে টোটো দেখলেই নজর রাখা হতো চালক আশপাশে রয়েছে কিনা। চালক না থাকলে নিমেষেই সেই টোটো নিয়ে চম্পট দিতো চোর।
শিলিগুড়িতে বহুদিন ধরেই টোটো চুরির ঘটনা ঘটছিল। গত ১২ ডিসেম্বর ডাবগ্রাম মাতৃসদনের সামনে থেকে একটি টোটো চুরি হয়। সেই টোটো চুরির অভিযোগে তদন্তে নেমে শিলিগুড়ি থানার পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। উদ্ধার হয়েছে ৭ টি চুরি যাওয়া টোটো।
সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ জলেশ্বরী এলাকা থেকে আবির গুহ নামে এক যুবককে গ্রেফতার করে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে ময়নাগুড়ি থেকে শ্যামল রায় ও প্রসেনজিত রায় নামে দুজনকে গ্রেফতার করে। ময়নাগুড়ি দোমহনী এলাকা থেকে উদ্ধার হয় ৭ টি চুরি যাওয়া টোটো। শিলিগুড়ির বিভিন্ন জায়গা থেকে টোটো চুরি করতো আবির। এরপর সেগুলি ময়নাগুড়িতে নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়া হত। প্রায় ৩০-৪০ হাজার টাকায় এক একটি টোটো বিক্রি করে দেওয়া হতো। এছাড়াও টোটোর নম্বরপ্লেটগুলিও খুলে নেওয়া হতো। ধৃতদের এর গ্রেফতার করে পুলিশ হেফাজতে নিয়ে টোটোগুলি উদ্ধার করেছে পুলিশ।