ফুলবাড়ি, ২৭ ডিসেম্বরঃ ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে টোটো চুরি করে চম্পট দিল চোর। ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জোড়পাকুড়ি এলাকায়।টোটো চুরি করে নিয়ে যাওয়ার ছবি ধরা পড়েছে এলাকার সিসিটিভি ক্যামেরায়।
জানা গিয়েছে, ফুলবাড়ি ভালোবাসা মোড় সংলগ্ন জোড়পাকুড়ি এলাকার বাসিন্দা মহম্মদ কালাম টোটো চালিয়ে কোনোরকমে সংসার চালান।গতকাল রাতে টোটো চার্জে বসিয়ে ঘুমিয়ে পড়েন।সাড়ে তিনটা নাগাদ উঠে দেখেন টোটোটি বাড়ির উঠোনেই রয়েছে।তিনি আবার ঘুমিয়ে পরেন।এরপর ভোরে ঘর থেকে বের হওয়ার সময় দেখেন ঘরের দরজা খুলছে না।
এরপরই চিৎকার শুরু করেন তিনি।চিৎকার শুনে প্রতিবেশীরা এসে দরজা খুলে দেন।এরপর বাইরে বেড়িয়ে দেখেন টোটো নেই।ইতিমধ্যেই এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ব্যক্তি।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।