শিলিগুড়ি, ২০ জানুয়ারিঃ টোটো রেখে চা খেতে দোকানে গিয়েছিলেন ব্যক্তি।ফিরে এসে দেখতে পান টোটো নেই।মাটিগাড়া থানায় অভিযোগ দায়ের করতেই কয়েকঘণ্টার মধ্যে টোটোটি উদ্ধার করলো পুলিশ।ঘটনায় গ্রেফতার ১।
জানা গিয়েছে, রবিবার প্রদ্যুত কুমার গুপ্তা যাত্রী নিয়ে মাটিগাড়ার একটি মলে যান।সেখানে যাত্রীদের নামিয়ে দিয়ে টোটো দাঁড় করিয়ে চা খেতে একটি দোকানে যান ব্যক্তি।কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন তার টোটোটি নেই।আশেপাশে বিভিন্ন জায়গায় খোঁজ নেন।পরবর্তীতে মাটিগাড়া থানায় টোটো চুরির অভিযোগ দায়ের করেন।তদন্তে নেমে কয়েকঘণ্টার মধ্যেই বিশ্বাস কলোনি থেকে চুরি যাওয়া টোটোটি উদ্ধার করে মাটিগাড়া থানার পুলিশ।ঘটনায় গ্রেফতার করা হয় মহম্মদ তারিকুলকে
আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।