শিলিগুড়ি, ২৬ আগস্টঃ জেল হেফাজতে থাকা এক অভিযুক্তকে রিমান্ডে নিয়ে টোটো চুরির ঘটনার কিনারা করলো খালপাড়া ফাঁড়ির পুলিশ।উদ্ধার হয়েছে চুরি যাওয়া দুটি টোটো।
জানা গিয়েছে, সম্প্রতি খালপাড়া ফাঁড়ি এলাকাতে টোটো চুরির অভিযোগ দায়ের হয়।এই ঘটনার তদন্তে নেমে টোটো চুরির ঘটনার মূল অভিযুক্ত দীপ ছেত্রীর নাম জানতে পারে পুলিশ।অন্য আরেক মামলায় আদালতের নির্দেশে শিলিগুড়ি সংশোধনাগারে ছিল দীপ।এরপর অভিযুক্তকে হেফাজতে নিতে আদালতের কাছে আবেদন করে খালপাড়া ফাঁড়ির পুলিশ।পরবর্তীতে চারদিনের জন্য দীপ ছেত্রীকে হেফাজতে নিয়ে টোটো চুরির ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, বেশকয়েকটি টোটো চুরি করেছে সে।এরপর টোটো গুলি মহম্মদ জাহিরুল আলম ও জয় সরকার নামে দুই ব্যক্তির কাছে বিক্রি করেছে।চুরির টোটো কেনার অভিযোগ এই দুজনকেও গ্রেফতার করা হয়।
তাদের হেফাজত থেকে উদ্ধার হয় দুটি টোটো।চুরির জিনিস কেনার অভিযোগে জাহিরুল আলম ও জয় সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।