রাজগঞ্জে টোটো ও ছোট যাত্রীবাহী গাড়ির সংঘর্ষ, আহত ২

রাজগঞ্জ, ২৪ জুনঃ টোটো ও ছোট যাত্রীবাহী গাড়ির সংঘর্ষ, ঘটনায় আহত ২ জন।সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের রাজগঞ্জের বন্ধুনগর এলাকায়।


জানা গিয়েছে, বন্ধুনগর এলাকায় একটি টোটো কয়েকজন যাত্রীকে নিয়ে রাস্তা পার হচ্ছিল।সেইসময় শিলিগুড়ির দিক থেকে আসা একটি ছোট যাত্রীবাহী গাড়ির সঙ্গে টোটোর সংঘর্ষ হয়।ঘটনায় আহত হন টোটোর চালক ও এক শিশু।

ঘটনার পর স্থানীয়রা তড়িঘড়ি আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আমবাড়ি ফাঁড়ির পুলিশ।গোটা ঘটনার তদন্তে পুলিশ।


 

One thought on “রাজগঞ্জে টোটো ও ছোট যাত্রীবাহী গাড়ির সংঘর্ষ, আহত ২

  1. Basab Bandyopadhyay says:

    আগাছার মত টোটো বাড়ছে। নতুন টোটো গুলো আবার বেশ জোরে চলে, চল্লিশ কিমি প্রতি ঘণ্টার বেশি। কোনো ড্রাইভিং লাইসেন্স নেই নূন্যতম ট্রাফিক জ্ঞান নেই। জলপাইগুড়ি শহর জুড়ে উন্মাদের মত ছুটছে টোটো ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *