শিলিগুড়ি, ২৪ জুলাইঃ টোটোয় ওঠার পর আতঙ্ক ছাত্রীদের মধ্যে।পরপর দুদিনের ঘটনায় রীতিমতো আতঙ্কিত ছাত্রীরা।
জানা গিয়েছে, মঙ্গলবার বিবেকানন্দ বিদ্যালয়ের এক ছাত্রী স্কুল ছুটির পর স্বামীজি মোড়ের কাছে টোটোয় উঠেছিলেন। ছাত্রীর অভিযোগ তাঁকে অপহরণের চেষ্টা করা হয়। মঙ্গলবার স্কুলের প্রধান শিক্ষককে পুরো বিষয়টি জানানো হয়। এরপর পানিট্যাঙ্কি ফাঁড়িতে জানানো হয়।
অন্যদিকে বুধবার সকালে রবীন্দ্রনগরের কাছ থেকে ওই স্কুলের এক ছাত্রী একটি টোটোয় ওঠেন। ছাত্রীর দাবি, টোটোয় ওঠার পর বিকট গন্ধ পায়। এরপর স্কুলে আসার পর অসুস্থ হয়ে পড়ে। জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ছাত্রীকে।
ঘটনার পরই জেলা হাসপাতাল ও স্কুলে পৌঁছায় শিলিগুড়ি থানা ও পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। ঘটনার পর স্বামীজি মোড়ের কাছে যান ডিসিপি দীপক সরকার। সেখানে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ দেখেন।
স্কুলের প্রধান শিক্ষক জানান, আতঙ্কের কিছু নেই। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে তারা খতিয়ে দেখছে।
অন্যদিকে এদিন ডিসিপি দীপক সরকার বলেন, দুটো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।তবে বুধবার যে ছাত্রী অসুস্থ হয়েছে তাঁর সঙ্গে কথা বলা হয়।যদিও কিছু স্প্রে করা হয়নি বলেই জানিয়েছে সে। অযথা কেউ যাতে গুজব না ছড়ায় তা দেখা হচ্ছে। অনেক সময় গুজবের জন্য অনেকের মনে আতঙ্ক তৈরি হয়। দুই ছাত্রী একই ক্লাসে পড়ে। এক ছাত্রী বলছে টোটোয় ওঠার পর গন্ধ পেয়ে নেমে যায়। অপহরণের কিছু নেই। মঙ্গলবার যে ছাত্রী বলেছে অপহরণের চেষ্টা হয়েছিল।তা খতিয়ে দেখা হচ্ছে।