শিলিগুড়ি, ১ জানুয়ারিঃ বিভিন্ন দাবীতে মেডিক্যাল মোড়ে অবস্থান বিক্ষোভে সামিল হল টোটো ইউনিয়নের সদস্যরা।
জানা গিয়েছে, তাদের দাবি গুলি হল প্রত্যেককে টিন নম্বর প্রদান করতে হবে। টোটো চালানোর ওপর আইনি নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।এই দাবীতে এদিন বেলা ১২টা থেকে দুপুর ২টো অবধি অবস্থান করেন তারা।
টোটো ইউনিয়নের সদস্যরা জানান, তাদের দাবি না মেনে নেওয়া হলে অনির্দিষ্টকালের জন্য বিক্ষোভে সামিল হবেন তারা।