শিলিগুড়ি,৯ জানুয়ারিঃ শিলিগুড়িতে প্রধান রাস্তা গুলিতে নিষিদ্ধ হয়েছে বিনা নম্বরের টোটো। তারপর থেকেই শহরজুড়ে টোটো নিয়ে সরগরম পরিস্থিতি। বিভিন্ন জায়গায় অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন টোটো চালকেরা।
শনিবার শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের সামনে বিক্ষোভ দেখান প্রগ্রেসিভ টোটো ড্রাইভার্স ইউনিয়ন। এদিন সংগঠনের তরফে টোটো চালকেরা কমিশনারেটের গেটের বাইরে বিক্ষোভ দেখান। এরপর একটি স্মারকলিপিও জমা দেন। সংগঠনের নেতৃত্বরা বলেন, টোটো নিয়ে রাজনীতি হচ্ছে। কোনো নোটিফিকেশন ছাড়া শহরের রাস্তায় বিনা নম্বরের টোটো বন্ধ করা হয়েছে। আগামীদিনে আমাদের কথা না শুনলে বৃহত্তর আন্দোলনে নামা হবে। পাশাপাশি শহর অবরুদ্ধেরও হুঁশিয়ারি দেন টোটো চালকেরা।