জলপাইগুড়ি, ২৭ মেঃ আগামী ১ জুন থেকে জলপাইগুড়ি শহরে প্রতিদিন ২ হাজার টোটো চলবে।শহরের টোটো চালকদের অস্থায়ী পরিচয় পত্র দেবে পুলিশ প্রশাসন।যদিও টোটো চলাচলের ক্ষেত্রে শহরের বেশকিছু জায়গায় নো এন্ট্রি করা হচ্ছে।
এই বিষয়ে টোটো ইউনিয়নদের সঙ্গে কোতয়ালি থানায় একটি বৈঠক হয়।বৈঠকে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানার আইসি বিশ্বাশ্রয় সরকার, ডিএসপি ট্রাফিক মলয় দাস, পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য সন্দীপ মাহাতো,সৈকত চ্যাটার্জি সহ পরিবহন দপ্তরের আধিকারিকরা।
বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে শহরে সকাল ৭টা থেকে টোটো চলবে।মোট ৪ হাজার টোটোর লিস্ট করা হবে।তার থেকে প্রতিদিন ২ হাজার করে টোটো চলবে। প্রত্যেক টোটো চালককে অস্থায়ী পরিচয় পত্র দিতে হবে।
জলপাইগুড়ির ডিএসপি ট্রাফিক মলয় দাস বলেন, জলপাইগুড়ি শহরের বেগুনটারি, দিনবাজার, কামারপাড়া মোড়ে নো এন্ট্রি থাকবে।এদিকে প্রশাসক বোর্ডের সদস্য সন্দীপ মাহাতো জানান, আমরা টোটো চালকদের টিন নম্বর দেওয়ার প্রক্রিয়া শুরু করেছি।