শিলিগুড়ি,২৪ জুলাইঃ শিলিগুড়ি জুড়ে চলছে লকডাউন। তারপরও শহরের রাস্তায় টোটোর অবাধ বিচরণ। শেষমেষ লাঠি হাতেই রাস্তায় নামতে হল ট্রাফিক পুলিশকে।
আজ সকাল থেকেই দেখা যায় শিলিগুড়ির বিভিন্ন রাস্তায় টোটোর লম্বা লাইন। সেকারণে বিধান রোড, পানিট্যাঙ্কি মোড়ে অভিযানে নামে ট্রাফিক আধিকারিকেরা। শেষে লাঠি নিয়ে নামতেই অনেকটাই ফাকা হয় রাস্তাঘাট।