শিলিগুড়ি,১৪ জানুয়ারিঃ চলতি মাসের প্রথম দিন থেকেই রাস্তায় টিন নম্বর বিহীন টোটো চালানোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
বৃহস্পতিবার মৈনাক টুরিস্ট লজে বিভিন্ন টোটো অ্যাসোসিয়েশনের সাথে আলোচনা সারেন মন্ত্রী গৌতম দেব। উপস্থিত ছিলেন দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার জেলাশাসক। এদিনের বৈঠকে গৌতম দেব জানান, টোটোর নামে ব্যাবসা চলছে শহরে। এক্ষেত্রে যাদের নামে একটাই ই-রিক্সা রয়েছে তাদেরই প্রাধান্য দেওয়া হবে। এছাড়াও যেসকল দোকানে অবৈধভাবে ই-রিক্সার বিভিন্ন যন্ত্রাংশ বিক্রি করা হচ্ছে সেইসকল দোকানগুলি অভিযান চালিয়ে বন্ধ করে দেওয়া হবে।
মন্ত্রী আরও জানান, সাধারণ মানুষ ও টোটোচালক দুইপক্ষের সুবিধার কথা মাথায় রেখেই প্রশাসনের তরফে সিদ্ধান্ত নেওয়া হবে। খুব শিগগিরই টোটোগুলির জন্য নির্দিষ্ট রুট বেধে দেওয়া হবে।
Khub valolaglo Tobe Jara Sarkar ke tax dei .tader full permission Dawya hok.