শিলিগুড়ি,১২ মার্চঃ টোটো নিয়ে পুলিশ প্রশাসন কড়া হতেই ফের একবার আন্দোলনে নামলেন টোটো চালকেরা। আন্দোলনে নেমে আটকও হলেন বেশকয়েকজন। শুক্রবার মেয়র গৌতম দেবের বাড়ির সামনেই টোটো নিয়ে বিক্ষোভ দেখাতে হাজির হয় কিছু চালক। এরপরই শিলিগুড়ি থানার পুলিশ ৮ জন টোটো চালককে আটক করে।
ইতিমধ্যেই পুলিশের তরফে জানানো হয়েছে ২১ এপ্রিলের পর শহরের প্রধান রাস্তায় টোটো চলতে পারবেনা। এই নির্দেশিকার পর শনিবার দুপুরে এনটিএস মোড়ের কাছে বিক্ষোভে নামেন কিছু টোটো চালক। তাঁদের দাবি টোটো চলাচল করতে দিতে হবে। এদিন এনটিএস মোড়ে কিছু টোটো চালক অন্যান্য টোটোগুলি বন্ধ করিয়ে যাত্রীদের নামিয়ে দেয়। এরপরই শিলিগুড়ি থানার পুলিশ গিয়ে কয়েকজনকে আটক করে। অন্যদিকে ১৭ নম্বর ওয়ার্ডে মেয়র গৌতম দেবের বাড়ির সামনেও পৌঁছে যায় কিছু টোটো চালক। এরপর সেখানে গিয়েও পুলিশ বেশকয়েকজনকে আটক করে।