শিলিগুড়িতে টোটোর বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন অটো চালকেরা

শিলিগুড়ি,২৭ মেঃ শিলিগুড়িতে নম্বরবিহীন টোটোর দৌড়াত্বে নাজেহাল গাড়ি চালকেরা থেকে পথচলতি মানুষ।টোটোর বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন শহরের অটো চালকেরা।


শহরের মূল সড়ক থেকে বিভিন্ন অলিগলিতে দাপিয়ে বেড়াচ্ছে টোটো।প্রধান সড়কগুলিতে টোটো চলাচলের উপর নিষেধাজ্ঞা রয়েছে।এরপরও কার্যত প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে নম্বরবিহীন টোটো।যানজটের সমস্যা মেটাতে একধিকবার কড়া প্রদক্ষেপ নিতে দেখা গেছে পুলিশ প্রশাসনকে। তবে কিছুদিন পার হতেই একই চিত্র দেখা যাচ্ছে শিলিগুড়িতে।যার ফলে প্রতিনিয়ত বাড়ছে যানজট।এদিকে টোটোর জেরে যাত্রী পাচ্ছেন না এমনটাই অভিযোগ তুলে আন্দোলনে নামছেন সিটি অটো চালকেরা।

ভেনাস মোড় বিধান রোড সিটি অটো ওনার্স অ্যাসোসিয়েশনের তরফে এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে।প্রসাশন হস্তক্ষেপ না করলে আগামীতে শিলিগুড়িতে অনির্দিষ্টকালের জন্য অটো বন্ধ করা হবে বলে জানান সংগঠনের সদস্যরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *