ফাঁসিদেওয়া, ৩১ মার্চঃ গাড়ি বন্ধ রেখে টোটোর বিরুদ্ধে বিক্ষোভে সামিল হল সিটি অটো চালকরা।শুক্রবার ফাঁসিদেওয়া চটহাট রাস্তায় গাড়ি বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন ও মিছিল করেন সিটি অটো চালকরা।
অটো চালকদের অভিযোগ, রাজ্য সড়কে অবৈধভাবে টোটো চলাচল করায় সমস্যায় পড়তে হচ্ছে সিটি অটোচালকদের।টোটোর জেরে ভাড়া ও গাড়ির খরচ তুলতে হিমসিম খেতে হচ্ছে।টোটো চালকদের সঙ্গে বচসা ও মারামারির মত ঘটনা ঘটেছে।এই কারণে এদিন গাড়ি বন্ধ রেখে বিক্ষোভে সামিল হন অটো চালকেরা।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফাঁসিদেওয়া পুলিশ।পরে সিটি অটো চালক ইউনিয়নের তরফে ফাঁসিদেওয়ার বিডিওকে স্মারকলিপি প্রদান করা হয়।ফাঁসিদেওয়া থানায় গিয়েও বিক্ষোভ দেখান তারা।
এই বিষয়ে সংগঠনের সম্পাদক জগদীশ রায় জানান, যাত্রী তোলাকে কেন্দ্র করে টোটো চালকদের হাতে নিগৃহীত হতে হচ্ছে অটোচালকদের। রাস্তা ঘাটে বারবার অটো চালকদের ওপর আক্রমণ করা হচ্ছে। সরকারি গাইডলাইন মেনে ও সরকারি কাগজপত্র বানিয়ে অটো চালকরা গাড়ি চালানোর পরেও কোনো বৈধ নথিপত্র ছাড়াই টোটো চলছে।এই সমস্যা না মিটলে আগামী ৫ এপ্রিল আন্দোলনের হুঁশিয়ারি দেন সংগঠনের সদস্যরা।
পরবর্তীতে পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন সিটি অটো চালকরা।
