শিলিগুড়ি, ২৩ নভেম্বরঃ শিলিগুড়িতে জাতীয় সড়কে নিষিদ্ধ সমস্ত টোটো এবং শহরের প্রধান রাস্তায় নিষিদ্ধ বিনা নম্বরের টোটো।টোটো নিষিদ্ধ হওয়ার পর পুলিশের তরফে বিভিন্ন সময় অভিযান চললেও আইন অমান্য করে টোটো চালান অনেকেই।এবারে সেইসমস্ত টোটোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।গত দুদিন ধরে মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ অভিযান চালিয়ে বহু টোটো আটক করে।পুলিশের এই কড়া পদক্ষেপে বিপাকে পড়েছেন টোটো চালকেরা।
উল্লেখ্য, গত দুদিন আগে ট্রাফিক বিভাগ টোটোর বিরুদ্ধে ফের অভিযান শুরু করেছে।অভিযান চালিয়ে বেশকিছু টোটো আটক করা হয়।এরপরই আজ শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে টোটো চালকেরা।ট্রাফিক বিভাগের তরফে চালকদের বোঝানো হলেও তারা মানতে চাননি।এরপর মাটিগাড়া থানার পুলিশ বিক্ষোভরত ৫০ জনকে গ্রেফতার করে।
টোটো চালকরা বলেন, টোটো অবৈধ হলে তা বিক্রি করা হচ্ছে কেন।টোটো না চালালে বাধ্য হয়ে তাদের অসামাজিক কাজ করতে হবে।পুলিশ প্রশাসনের এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখা উচিত।
এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মার নির্দেশে টোটোর বিরুদ্ধে অভিযান শুরু করা হয়েছে।এই কারণে নিয়ম অমান্যকারী টোটোগুলিকে আটক করে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট ময়দানে রাখা হচ্ছে।