শিলিগুড়ি, ১৪ মেঃ শহরে নম্বরবিহীন টোটোর দৌড়াত্ব।বাড়ছে যানজট।নাজেহাল শহরবাসী।
শহরের অলিগলি ছাড়াও প্রধান রাস্তায় টোটোর দৌড়াত্ব বেড়েই চলেছে।টোটোর দৌড়াত্ব রুখতে পুলিশ প্রশাসনের তরফে এর আগে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হলেও আখেড়ে সমস্যা থেকেই যাচ্ছে।নম্বরযুক্ত টোটো ছাড়াও রয়েছে বিনা নম্বরের টোটো।কার্যত প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে শিলিগুড়ি মূল সড়কগুলিতে চলছে নম্বরবিহীন টোটো।যেকারণে ক্ষোভ বাড়ছে মানুষের।
টোটোর জেরে শহরের সিটি অটো চালক থেকে শুরু করে বাইক চালক ও সাধারণ মানুষও সমস্যায় পড়ছেন।অভিযোগ, টোটোর জন্য যানজট হচ্ছে।যত্রতত্র টোটো দাঁড়িয়ে থাকে।এরফলে সমস্যায় পড়তে হয় মানুষকে।প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন শহরবাসী।