টোটোর স্থায়ী সমাধানে আগামীকাল মহকুমাশাসককে স্মারকলিপি প্রদান সিটুর  

শিলিগুড়ি, ৫ জানুয়ারিঃ টোটো চালকদের পাশে দাঁড়াল সিটু।টোটোর স্থায়ী সমাধানের উদ্দেশ্যে আগামীকাল শিলিগুড়ির মহকুমাশাসককে স্মারকলিপি প্রদান করবে সিটু।এমনটাই জানালেন সিটুর দার্জিলিং জেলার সম্পাদক সমন পাঠক৷


মঙ্গলবার একটি সাংবাদিক সম্মেলনে সমন পাঠক বলেন, চলতি মাসের ১তারিখ থেকে শহরের জাতীয় সড়ক গুলিতে কোনো টোটো চলাচল করতে দিচ্ছে না পুলিশ।তা নিয়ে সমস্যায় পড়েছেন কয়েকশো টোটোচালক।আগামীকাল আমরা মহকুমাশাসককে একটি স্মারকলিপি প্রদান করব।তিনি অভিযোগ করেন, ‘টোটো বন্ধ করার পেছনে রাজনৈতিক প্রয়াস রয়েছে।বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন দপ্তরকে চাপে ফেলে এই টোটো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন’।

প্রসঙ্গত ডিসেম্বর মাসে মন্ত্রী গৌতম দেব সাংবাদিক সম্মেলন করে জানান, জানুয়ারির ১ তারিখ থেকে অস্থায়ী নাম্বারে টোটো শহরের প্রধান সড়কে চলবে না।পাশাপাশি হাইকোর্টের নির্দেশ রয়েছে জাতীয় সড়কে কোনো টোটো চলবে না।এই নির্দেশের পরই গত ১ জানুয়ারি থেকে শুরু হয় পুলিশের অভিযান।এর জেরেই সমস্যায় পড়েছেন চালকেরা।বিভিন্ন দপ্তরের সামনে, বিভিন্ন রাস্তার মোড়ে তাদের বিক্ষোভ শুরু হয়। অবশেষে এই টোটো চালকদের পাশে এসে দাঁড়াল সিটু।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibom 760 girişjojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomMeritking GirişBets10holiganbet girişbaywingrandpashabet giriş