রাজগঞ্জ,২৩ আগস্টঃ টোটোর দাপটে কদর কমেছে প্যাডেল রিকশার।ফলে এখনও যাদের কাছে রিকশাই উপার্জনের একমাত্র উপায় কার্যত অর্ধাহারে দিন কাটাচ্ছেন তারা।
ফুলবাড়ি এলাকার রিকশাওয়ালার জানান,তিন বছর আগেও অল্প দূরত্বের পথ পাড়ি দিতে প্যাডেল রিকশাই ছিল একমাত্র উপায়।কিন্তু পরিবেশ বান্ধব সেই রিকশারই এখন আর কোনও কদর নেই।আগে ফুলবাড়ি এলাকায় কমপক্ষে ৫০টি রিকশা চললেও বর্তমানে খুব বেশি ২০টি রিকশা চলাচল করে।
মজিবর রহমান নামে এক রিকশাচালক জানান, প্রায় ৫০ বছর ধরে রিকশা চালাই।কিন্তু টোটো চালু হওয়ার পর থেকে রিকশার কদর আর নেই বললেই চলে।যাত্রীরাও মুখ ফিরিয়ে নিয়েছেন।যাদের সামর্থ্য রয়েছে তারা রিকশা চালানো বন্ধ করে অন্য কোনও পেশার সঙ্গে যুক্ত হয়েছেন অথবা টোটো কিনেছেন।কিন্তু যাদের সামর্থ্য নেই তারা এখনও এই রিকশার ওপর নির্ভর করেই কোনরকমে দিনযাপন করছেন।সারাদিন রাস্তার মোড়ে দাড়িয়ে থেকে কোনোদিন ৫০টাকা উপার্জন হচ্ছে।আবার কোনোদিন খালি হাতেই বাড়ি ফিরে যেতে হয়।সরকার বিভিন্ন স্তরের গরীব মানুষদের জন্য ভাতা চালু করেছে । তাই তাদেরও দাবি রিকশাওয়ালাদেরও সরকারের তরফে সাহায্য করা হোক।