শিলিগুড়িতে টোটোতে মহিলাকে অচৈতন্য করে লুটের অভিযোগ

শিলিগুড়ি, ৩১ মার্চঃ টোটোয় মহিলাকে অচৈতন্য করে সোনার অলঙ্কার লুট। ঘটনায় চাঞ্চল্য শিলিগুড়িতে।


বুধবার ফুলেশ্বরী মোড় থেকে একটি টোটোতে ওঠেন ছবি মণ্ডল নামে এক মহিলা।৩৫ নম্বর ওয়ার্ডেই তাঁর বাড়ি।অভিযোগ, তিনি টোটোয় উঠে দেখেন দুই যুবক বসে রয়েছে।তাঁরা গল্পও করেন তাঁর সঙ্গে।এরপরই তিনি অচৈতন্য হয়ে যান।পরে জ্ঞান ফিরতেই দেখেন এনজেপি স্টেশনে পড়ে রয়েছেন।হাতে ও গলায় থাকা সমস্ত অলঙ্কার চুরি হয়েছে।এরপর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। অভিযোগ ঘটনার পরে তাঁরা এনজেপি স্টেশনে জিআরপিতে গেলেও অভিযোগ নিতে চায়নি। পরে এনজেপি থানাতে গেলেও সেখান থেকে বিষয়টি জিআরপিকেই জানাতে বলে।

মহিলার অভিযোগ, টোটো চালক ও ওই যুবকেরা কিছু স্প্রে করে অচৈতন্য করে এই অলঙ্কার লুট করেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişcasino siteleriDeneme BonuslarOnwincasibom girişbahsegel girişcasino sitelericasibom giriscasibomholiganbetholiganbet girişonwinBETS 10pusulabet girişgrandpasha girişcasibombets10jojobet