সোমবার পর্যটন দিবস, তার আগে হোম স্টে গুলিকে নিয়ে আলোচনা ACT এর

শিলিগুড়ি, ২৫ সেপ্টেম্বরঃ করোনার জেরে ক্ষতির মুখে পর্যটন ব্যবসা।হোম স্টে গুলি পর্যটকদের জন্য খুললেও এখনও লাভজনক পর্যায়ে পৌঁছায়নি।যেকারনে কীভাবে দার্জিলিং, কালিম্পং, সিকিমের হোম স্টেগুলিকে নিয়ে ফের পর্যটনের উন্নতিতে কাজ করা যায় তা নিয়ে শিলিগুড়িতে আলোচনায় বসলো অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজম।


সংগঠনের তরফে তিনদিন ব্যাপী পর্যটন দিবস উপলক্ষে বেশকিছু উদ্যোগ নেওয়া হয়েছে।শনিবার প্রথমদিনে হোম স্টেগুলিকে নিয়ে আলোচনায় বসা হয়েছিল।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাইচুং ভুটিয়া।সিকিম ও পশ্চিমবঙ্গে পাহাড়ি গ্রামগুলিকে নিয়ে কীভাবে পর্যটনের উন্নতিতে কাজ করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে এদিন।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *