শিলিগুড়ি, ১৭ ডিসেম্বরঃ শিলিগুড়িতে আগামীকাল থেকে শুরু হচ্ছে দুই দিবসীয় পর্যটন মেলা।১৮ এবং ১৯ ডিসেম্বর মেলা চলবে।মাটিগাড়ার একটি বেসরকারি শপিংমলে এই মেলার আয়োজন করা হয়েছে।শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে সাংবাদিক বৈঠক করে এমনটাই জালালেন মেলা কমিটির সদস্যরা।
এদিন অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজম এর সদস্য রাজ বসু বলেন, এই মেলার প্রধান উদ্দেশ্য হল ট্যুরিস্ট ট্রান্সজিট থেকে শিলিগুড়িকে ট্যুরিস্ট হাব তৈরি করা।২০১৪ সাল থেকে ব্লু আই ইন্ডিয়া নামে একটি অর্গানাইজেশন এই মেলাটি করছে।এই মেলায় রাজ্য পর্যটনের বড় ভূমিকা থাকে।প্রতিবছরের ন্যায় এবছরও চারটি রাজ্য এবং কেন্দ্রের সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয়েছে।উত্তরবঙ্গ এবং সিকিমের বাইরে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এবং পৃথিবীর যে কোনো প্রান্তে বেড়াতে যেতে চাইলে এই মেলা থেকেই বিভিন্ন তথ্য পাবেন মানুষ।