শিলিগুড়ি,১৯ সেপ্টেম্বরঃ করোনার জেরে থমকে গিয়েছে পর্যটন শিল্প।বহু চেষ্টায় পর্যটনকে ফের চালু করার ভাবনা।স্বাস্থ্যবিধি মেনে খোলা হচ্ছে পাহাড় ও ডুয়ার্সের হোটেল ও হোম স্টে গুলি। আজ শিলিগুড়ি মৈনাক ট্যুরিস্ট লজে উত্তরবঙ্গের পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন পর্যটন মন্ত্রী গৌতম দেব।পাশাপাশি এই বৈঠকে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ের জেলাশাসক।
মন্ত্রী গৌতম দেব জানান, পাহাড় ও ডুয়ার্সের সঙ্গে যোগাযোগ করার রাস্তাগুলো বেহাল অবস্থায় রয়েছে।সেই সমস্ত রাস্তা অতি শিগগির মেরামত করা হবে।পাশাপাশি জানান, কলকাতা থেকে ডুয়ার্সে আসার শুধুমাত্র একটি ট্রেন চলাচল করছে।পুজোর আগে যাতে ট্রেনের সংখ্যা বাড়ানো যায় তা নিয়ে রেলের সঙ্গে কথা বলা হবে।
তবে এই আলোচনার পর সামান্য হলেও আশার আলো দেখছেন ট্যুর অপারেটর থেকে শুরু করে পর্যটনের সঙ্গে যুক্ত বিভিন্ন মহল।মন্ত্রীর এই বৈঠকে আশার আলো দেখেছে পর্যটন ব্যবসায়ীরা।