শিলিগুড়ি, ৪ জানুয়ারিঃ করোনা সংক্রমণ বাড়তেই রাজ্য জুড়ে সোমবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত পর্যটন কেন্দ্রগুলি।যার জেরে চরম সমস্যায় পড়লেন ট্যুর অপারেটর, হোটেল মালিক ও গাড়ি চালকেরা।
এর আগে লকডাউন ও বিধিনিষেধের সময়ও ক্ষতির মুখে পড়তে হয় পর্যটনে সঙ্গে যুক্ত সকলকে।ফলে ফের একবার পর্যটন কেন্দ্র বন্ধ হতেই চিন্তায় পড়েছেন তারা।যেকারণে অন্তত ৫০ শতাংশের উপস্থিতিতে পর্যটন কেন্দ্রগুলি খোলার আবেদন নিয়ে এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন ইস্টার্ন হিমালয় ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন।
মঙ্গলবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে বলা হয় পর্যটন কেন্দ্র গুলি যাতে কোভিড স্বাস্থ্যবিধি মেনে ৫০ শতাংশ পর্যটকদের নিয়ে খোলা যায় তার আবেদন জানিয়ে ৫ জেলার জেলাশাসকদের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি পাঠানো হবে।