খুলছে রাজ্যের ৫ পর্যটনকেন্দ্র, তালিকায় ডুয়ার্সের একটি স্পট

শিলিগুড়ি, ৩ জুনঃ দীর্ঘদিনের লকডাউন। অবশেষে রাজ্যের সম্মতি মিলতেই খুলছে রাজ্যের ৫ টি পর্যটন কেন্দ্র।


আজ শিলিগুড়ির মৈনাক ট্যুরিস্ট লজে সাংবাদিক বৈঠকে পর্যটনমন্ত্রী গৌতম দেব বলেন,ডায়মণ্ডহারবার, বিষ্ণুপুর,মাইথন, রাঙাবিতান ও ডুয়ার্সের টিলাবাড়ি খোলা হচ্ছে।আগামী ৮ জুন থেকে এই ৫ জায়গার ট্যুরিস্ট লজগুলির অনলাইনে বুকিং শুরু হবে।কোভিড প্রটোকল মেনেই সব করা হবে। পর্যটকেরা চাইলেই আসতে পারবেন। প্রথম থাপে এই ৫ টি পর্যটনকেন্দ্র খোলা হবে। আগামীতে আরও পর্যটনকেন্দ্রগুলি ধীরে ধীরে খোলা হবে। ঘুরতে আসা প্রতিটি পর্যটককে মাস্ক ব্যবহারের পাশাপাশি সমস্ত নির্দেশিকা যেমন মানতে হবে তেমনি ট্যুরিস্ট লজের কর্মী সহ সকলকেই যাবতীয় সুরক্ষাবিধি মেনে থাকতে হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişcasibom girişdeneme bonusugrandpashabet girişbahsegel girişcasibomcasibombaywin giriş