নকশালবাড়িতে দুটি চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৫

নকশালবাড়ি, ২৯ জানুয়ারিঃ নকশালবাড়িতে ফের পথ দুর্ঘটনা।দুটি চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২ এবং আহত ৫ জন।ঘটনাটি ঘটেছে নকশালবাড়ির বেঙ্গাইজোতের এশিয়ান হাইওয়ে-২য়ে।


জানা গিয়েছে, একটি চারচাকা গাড়ি বিহার থেকে শিলিগুড়ির দিকে আসছিল। অন্যদিকে আরেকটি গাড়ি নকশালবাড়ির দিকে যাচ্ছিল।সেইসময় বেঙ্গাইজোতে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে এবং ৫ জন আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।মৃত দুই যুবক বিহারের বাসিন্দা।


গোটা ঘটনার তদন্তে নেমেছে নকশালবাড়ি থানার পুলিশ।

One thought on “নকশালবাড়িতে দুটি চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibomcasibom 726casibomcasibomcasibomOnwincasibom giriş