টাউন স্টেশনের হাল ফেরাতে পরিদর্শন রেলের আধিকারিকদের

শিলিগুড়ি, ১ অক্টোবরঃ ঐতিহ্যবাহী শিলিগুড়ি টাউন স্টেশনের জরাজীর্ণ দশা।স্টেশনের নানা জায়গা দখল হয়ে গিয়েছে।এছাড়া স্টেশনের নানা জায়গায় অপরিচ্ছন্ন পরিবেশ।অবশেষে শিলিগুড়ি টাউন স্টেশন পরিদর্শন করলেন রেলের আধিকারিকেরা।


শুক্রবার টাউন স্টেশন পরিদর্শন করেন কাটিহার ডিভিশনের ডিআরএম শুভেন্দু কুমার চৌধুরী। স্টেশনের পুরোনো প্ল্যাটফর্মের পাশাপাশি নতুন প্ল্যাটফর্ম পরিদর্শন করেন ডিআরএম।এদিন তিনি বলেন, পুরো স্টেশন ঘুরে দেখা হয়েছে।জবরদখলের বিষয়টিও দেখা হয়েছে।এছাড়া স্টেশন চত্বরে বাণিজ্যিকরণ করার পরিকল্পনা হয়েছে বলেও জানান।

সম্প্রতি শহরের ঐতিহ্যবাহী এই স্টেশনের হাল ফেরাতে পর্যটন দিবসে বিশেষ উদ্যোগ নিয়েছিল অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যাণ্ড ট্যুরিজম।পুরোনো স্টেশনে ছবি প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *