শিলিগুড়ি, ২৭ সেপ্টেম্বরঃ ‘বিশ্ব পর্যটন দিবস’ উপলক্ষে স্কুল পড়ুয়াদের জন্য টয়ট্রেনে স্টিম ইঞ্জিন এর মাধ্যমে জয় রাইডের ব্যবস্থা করলো হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক।
বুধবার শিলিগুড়ির জংশন স্টেশন থেকে শুকনা স্টেশন পর্যন্ত জয় রাইডের ব্যবস্থা করা হয়।জয় রাইডের আগে এদিন একটি শোভাযাত্রার আয়োজন করে এই সংগঠন।শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে জংশন রেলওয়ে স্টেশনে এসে শেষ হয়।উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, পুরনিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, সংগঠনের সম্পাদক সম্রাট সান্যাল, চিফ এডভাইজার রাজ বসু সহ অন্যান্যরা।
শোভাযাত্রা শেষে জংশন স্টেশন থেকেই টয় ট্রেনে জয় রাইডে নিয়ে যাওয়া হয় পড়ুয়াদের।পাশাপাশি শুকনা স্টেশনে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
পর্যটন দিবসের দিন ছাত্র-ছাত্রীদের আনন্দ দিতে এবং স্টিম ইঞ্জিনের মাধ্যমে টয়ট্রেন চড়ার অভিজ্ঞতা উপলব্ধি করাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।