শিলিগুড়ি, ১১ জানুয়ারিঃ দীর্ঘ পাঁচ বছর পর পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মধ্য দিয়ে ফের চালু হল টয়ট্রেনে জঙ্গল সাফারি।দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কর্তৃপক্ষের উদ্যোগে ফের এই বিশেষ পরিষেবা চালু হওয়ায় খুশির হাওয়া পর্যটন মহলে।
জানা গিয়েছে, সপ্তাহের শনিবার ও রবিবার জঙ্গল সাফারি চালু থাকবে।শিলিগুড়ি জংশন থেকে গয়া বাড়ি পর্যন্ত সাফারি হবে।যাত্রাপথে পর্যটকরা ঐতিহ্যবাহী টয়ট্রেনের রোমাঞ্চকর সফরের পাশাপাশি উপভোগ করতে পারবেন চা বাগানের মনোরম দৃশ্য, পাহাড়ি প্রকৃতির সৌন্দর্য এবং স্থানীয় সংস্কৃতির স্বাদ।
এই বিষয়ে ডিএইচআর এর ডিরেক্টর ঋষভ চৌধুরী জানান, চলতি পর্যটনের মরশুমে শুধুমাত্র জঙ্গল সাফারি নয়, পর্যটকদের আকর্ষণ বাড়াতে আরও একাধিক নতুন সাফারি চালুর পরিকল্পনা রয়েছে।
বেসরকারি সংস্থার কর্ণধার সঞ্জয় গোস্বামী, যাত্রা শুরুর সঙ্গে সঙ্গেই পর্যটকদের জন্য সকালের খাবারের ব্যবস্থা থাকবে।গয়া বাড়ি পৌঁছে পর্যটকদের জন্য বিশেষ পিকনিকেরও ব্যবস্থা থাকছে।এছাড়াও ফিরে আসার সময় দার্জিলিংয়ের জনপ্রিয় খাবার মোমোর ব্যবস্থাও থাকছে বলে জানান তিনি।
