পর্যটকদের কথা ভেবে টয়ট্রেনের সময়ে পরিবর্তন

শিলিগুড়ি, ২৭ সেপ্টেম্বরঃ পর্যটকদের কথা ভেবে টয়ট্রেনের সময়ে পরিবর্তন।এখন থেকে দার্জিলিং স্টেশন থেকে সকাল ৮টার পরিবর্তে ৯টায় ছাড়বে টয়ট্রেন।তবে এনজেপি থেকে দার্জিলিং যাওয়ার সময়ে কোনো পরিবর্তন করা হয়নি।এমনটাই জানালেন এনজেপি-কাঠিহার ডিভিশনের এডিআরএম সঞ্জয় চিলওয়ার।


তিনি বলেন, সকাল ৮টার সময় দার্জিলিং থেকে টয়ট্রেনে আগত পর্যটকদের কাছে খুবই সমস্যার।জলখাবার না খেয়েই হোটেল থেকে বেরিয়ে ট্রেন ধরতে হয় অনেককে।পাশাপাশি পাহাড়ি এলাকা হওয়ায় সকালে ট্রেনে উঠতেও বেশকিছুটা সমস্যায় পড়তে হয় পর্যটকদের।এই সমস্যার কথা সামনে আসতেই সকাল ৮টার পরিবর্তে ৯টায় ট্রেন ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

পাশাপাশি পুজোর আগে উত্তরবঙ্গের পর্যটন শিল্পকে চাঙ্গা করতে তৎপর ভারতীয় রেল।পর্যটকদের আকর্ষণ বাড়াতে আগামী ১৩ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর ঘুমে শুরু হতে চলেছে ঘুম ফেস্টিভাল।এই ফেস্টিভালের মাধ্যমে পাহাড়ের সংস্কৃতি এবং ঐতিহ্য তুলে ধরা হবে বলেও জানান তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *