শিলিগুড়ি, ৩০ আগস্টঃ চালু হল দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জঙ্গল টি সাফারি।সোমবার থেকে শিলিগুড়ি জংশন থেকে রংটং স্টেশন অবধি জঙ্গল টি সাফারি চালু করা হল।এই সাফারির মাধ্যমে পর্যটক ও শহরবাসীরা জংশন থেকে রংটং স্টেশন অবধি যেতে পারবেন।ফের সেখান থেকে ট্রেনটি ফিরে আসবে।এখনও অবধি রেলের তরফে যাত্রীপিছু ৯৭০ টাকা ভাড়া রাখা হয়েছে।প্রতিদিন দুপুর ২.৪৫ মিনিট নাগাদ ট্রেনটি জংশন স্টেশন থেকে ছাড়বে।
এই ট্রেনের মাধ্যমে পর্যটকরা যাতে জঙ্গল এবং চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে পারেন সেদিকে নজর দিয়েছে দার্জিলিং হিমালয়ান কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, এর আগেও দার্জিলিং হিমালয়ান রেলওয়ে এই জঙ্গল সাফারি চালু করলেও তা সফল হয়নি।পর্যটক না থাকায় পরবর্তীতে তা বন্ধ করতে হয়।ফের টয়ট্রেন পরিষেবা স্বাভাবিক হতেই এই জঙ্গল সাফারি চালু করা হল।