শিলিগুড়ি, ২৩ নভেম্বরঃ ফের পাহাড়ে ছুটবে টয়ট্রেন।ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।ডিএইচআর এর তরফে দার্জিলিং এর জেলাশাসককে একটি প্রস্তাব দেওয়া হয়েছে।সেই প্রস্তাব ইতিমধ্যেই জেলাশাসক রাজ্য ট্রান্সপোর্ট বিভাগকে পাঠিয়ে দিয়েছেন।ট্রান্সপোর্ট বিভাগের সবুজ সংকেত মিললেই ফের পাহাড়ে পর্যটকদের নিয়ে ছুটবে টয় ট্রেন।
উল্লেখ্য, গত ৯ নভেম্বর ডিএইচআর পরিদর্শনে আসেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার সঞ্জীব রায়।এরপরই জিএম টয়ট্রেন পরিষেবা শীঘ্রই চালু করার জন্য দার্জিলিং এর জেলাশাসককে একটি প্রস্তাব পাঠান।
দার্জিলিং এর জেলাশাসক শশাঙ্ক শেঠি বলেন, ডিএইচআর এর তরফে টয়ট্রেন চানালোর যে প্রস্তাব পেয়েছেন তা ইতিমধ্যেই রাজ্য সরকারের ট্রান্সপোর্ট বিভাগের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।তবে টয়ট্রেন কবে চালু হবে তা ট্রান্সপোর্ট বিভাগই সিদ্ধান্ত নেবে।
জানা গিয়েছে, বর্তমানে শুধুমাত্র জয় রাইড এর জন্যই টয়ট্রেন চালানো হবে।সামাজিক দূরত্বের কথা মাথায় রেখেই ২৫-৩০ জন পর্যটককে একসঙ্গে জয় রাইড করানো হবে।প্রসঙ্গত, করোনা ও লকডাউন এর কারণে গত মার্চ মাস থেকে টয়ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়েছে।