শিলিগুড়ি, ৬ ডিসেম্বরঃ ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক মহিলা পোস্ট অফিস কর্মীর।মৃতের নাম দেবরিতা দাস।শিলিগুড়ির অরবিন্দপল্লীর বাসিন্দা ছিলেন তিনি।
জানা গিয়েছে, প্রতিদিনের মত বৃহস্পতিবারও পোস্ট অফিসে কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন মহিলা।সেইসময় মিলনপল্লীর কাছে পেছন থেকে একটি ট্রাক্টর মহিলাকে ধাক্কা মারে।ঘটনায় গুরুতর জখম হন মহিলা।তড়িঘড়ি তাকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়।চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় মহিলার।
ঘটনার পর ঘাতক ট্রাক্টরটিকে বাজেয়াপ্ত করেছে শিলিগুড়ি থানার পুলিশ।পাশাপাশি গ্রেফতার করা হয়েছে চালককেও।ধৃতের নাম প্রদীপ মুন্ডা।আজ তাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।
গত ৯ বছর ধরে পোস্ট অফিসে কর্মরত ছিলেন মহিলা।তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।আজ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পরিবারের হাতে তুলে দেওয়া হবে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।