দার্জিলিং, ১১ মার্চঃ চা শ্রমিকদের নূন্যতম মজুরির দাবীতে মার্চ মাস থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করতে চলেছে ট্রেড ইউনিয়ন সংস্থা জয়েন্ট ফোরাম।
জয়েন্ট ফোরামের মুখপাত্র সুনীল রাই বলেন, আজ একটি বৈঠক করে চা শ্রমিকদের বিভিন্ন দাবী-দাওয়া নিয়ে আলোচনা করা হয়।
জানা গিয়েছে, জয়েন্ট ফোরামের তরফে ২০২০ সালের মধ্যে শ্রমিকদের নূন্যতম মজুরি বাস্তবায়ন এবং চা শ্রমিকদের জমির ইজারা দেওয়ার দাবী করা হবে।আগামী ২৪ এবং ২৫ মার্চ সমস্ত চা বাগানগুলিতে গেট মিটিং করে চা শ্রমিকদের ফোরামের বিভিন্ন কর্মসূচি ও আগামী পদক্ষেপগুলি সম্পর্কে জানানো হবে।এছাড়াও কোনো শর্ত ছাড়াই বন্ধ চা বাগানগুলিকে খোলার দাবী করা হবে।