শিলিগুড়ি, ৯জানুয়ারি: ট্র্যাফিক আইন সম্পর্কে স্কুল পড়ুয়াদের সচেতন করতে উদ্যোগী জেলা প্রশাসন ও পুলিশ। বৃহস্পতিবার শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উদ্যোগে শিলিগুড়ি বয়েজ হাই স্কুলে আয়োজিত হলো সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। কর্মসূচিতে পড়ুয়ারা ছাড়াও পড়ুয়াদের অভিভাবক, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। আগামীতে পড়ুয়ারা গাড়ি, বাইক চালালে কী কী আইন মানতে হবে ও কী কী করণীয় সেসব নিয়ে বলা হয়। স্কুল পড়ুয়াদের জন্য ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরবর্তীতে তাদের হাতে পুরস্কার তুলে দেন ট্র্যাফিক বিভাগের আধিকারিকরা।