শিলিগুড়ি, ১১ মার্চঃ শহরের ট্রাফিক ও সুরক্ষা ব্যবস্থা নিয়ে বৈঠক সারলেন মেয়র গৌতম দেব।বুধবার পুরনিগমের সভা কক্ষে এই বৈঠক করা হয়।বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, ডিসিপি ট্রাফিক বিশ্বচাঁদ ঠাকুর, মেয়র পরিষদ ও বরো চেয়ারম্যান সহ অন্যান্যরা।
এদিন বৈঠকে জানানো হয়, শহরের বিভিন্ন স্কুল এবং বাজার এলাকায় যানজটের সমস্যা দেখা যায়।সেইসমস্ত এলাকা চিহ্নিত করে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হবে।স্কুলের সময় ও স্কুলের ছুটির পর প্রচুর যানযটের সৃষ্টি হয় যার ফলে পড়ুয়াদের সমস্যার সম্মুখীন হতে হয় তাই বেশকিছু স্কুলের রাস্তায় যানজট দুর করতে নানান উদ্যোগ নেওয়া হবে।
পাশাপাশি সুরক্ষার স্বার্থে শহরের বিভিন্ন জায়গায় লাগানো সিসিটিভি ক্যামেরা রক্ষনাবেক্ষণের জন্য শিলিগুড়ি পুলিশ কমিশনারেটকে দ্বায়িত্ব দেওয়া হয়েছে।