শিলিগুড়ি, ২ মার্চঃ এবার থেকে আর ট্রাফিকের জরিমানার টাকা জমা দিতে দাড়াতে হবে না লম্বা লাইনে।স্পটেই ডেবিট কার্ডের মাধ্যমে জমা করে দিতে পারবেন টাকা৷
ইতিমধ্যেই শিলিগুড়ির ট্রাফিক পুলিশের হাতে পৌছে গিয়েছে স্মার্ট মোবাইল ট্যাবলেট টার্মিনাল।যার মাধ্যমে টাকা দিতে পারবেন সহজেই। ডেবিট কার্ড সঙ্গে না থাকলে পরিচিত কারোর মোবাইল নম্বর দিলে সেখানে চলে যাবে লিঙ্ক। তার মাধ্যমেও টাকা দেওয়া যাবে।চলতি সপ্তাহেই এই পরিষেবা চালু হয়ে যাবে।
আপাতত ট্রাফিক বিভাগের সাব ইন্সপেক্টর ও ইন্সপেক্টরদের কাছে থাকবে এই ডিভাইসটি।এই ডিভাইসের মাধ্যমে পুরোনো জরিমানার তালিকাও দেখা যাবে।