রাজগঞ্জ, ২২ মার্চঃ লোকসভা নির্বাচনের আগে ট্রাফিক পয়েন্টে বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। লোকসভা নির্বাচনের আগে এলাকায় বাড়তি নজরদারি চালানোর জন্য জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে এই সিসিটিভি ক্যামেরার বসানো প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
শুক্রবার শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের রাজগঞ্জের হাতিমোড় সিসিটিভি ক্যামেরা লাগাতে দেখা যায়।এছাড়া রাজগঞ্জের বেলাকোবা বটতলা মোড়ে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৯শে এপ্রিল জলপাইগুড়িতে লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ রয়েছে। সেই নির্বাচন উপলক্ষে বাড়তি নজরদারি রাখার জন্য সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে। এই সিসিটিভি ক্যামেরা দিয়ে ২৪ ঘন্টা জাতীয় সড়কে নজরদারি চালানো হবে।