শিলিগুড়ি, ১ এপ্রিলঃ শিলিগুড়ির সুভাষপল্লী নেতাজী মোড়ে নম্বরবিহীন টোটোর বিরুদ্ধে অভিযানের সময় ট্রাফিক পুলিশের উপর চড়াও হলেন টোটো চালক সহ দুই মহিলা যাত্রী।
জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে সুভাষপল্লী নেতাজী মোড়ে ডিউটি করছেন ট্রাফিক পুলিশ খোকোন রায় সহ অন্যান্য ট্রাফিক পুলিশ কর্মীরা।সেইসময় একটি টোটোকে দাঁড়াতে বলা হয়।তবে ট্রাফিক পুলিশের কথা অমান্য করে টোটো চালক এগিয়ে যেতে শুরু করে।চালককে আটকাতে টোটর চাবি নিতে গিয়ে পুলিশ ও টোটো চালকের মধ্যে ঝামেলা বাঁধে।অভিযোগ, সেইসময় টোটোচালক গালিগালাজ করে।পাশাপাশি টোটোতে থাকা দুই মহিলা যাত্রী ট্রাফিক পুলিশের গায়ে হাত তোলে বলে অভিযোগ।
প্রত্যক্ষদর্শীরা জানান, এমন ঘটনা একেবারেই কাম্য নয়।ঘটনার নিন্দা প্রকাশ করেন সকলে।