নকশালবাড়ি, ১৫ মেঃ চড়া রোদ ও প্রচন্ড গরমে নাজেহাল অবস্থা ট্রাফিক পুলিশ কর্মীদের।চড়া রোদ থেকে বাঁচতে সোমবার নকশালবাড়ি ট্রাফিক পুলিশের উদ্যোগে বিভিন্ন ট্রাফিক পুলিশ পোস্টের পুলিশ কর্মীদের ছাতা, গ্লুকোজ ও জল বিতরণ করা হল।
এদিন নকশালবাড়ি ট্রাফিক পুলিশের অন্তর্গত সাতটি ট্রাফিক পুলিশ পোস্টের কর্মীদের ছাতা ও গ্লুকোজ বিতরণ করেন নকশালবাড়ি ট্রাফিক পুলিসের ওসি নিরেন থাপা।উপস্থিত ছিলেন এএসআই সমীর ঘোষ সহ অন্যান্য পুলিশ কর্মীরা।
