শিলিগুড়ি,১ আগস্টঃ শহরের প্রধান রাস্তায় আজ থেকে বিনা নম্বরের টোটো চলাচল বন্ধ করানো হল। শিলিগুড়ি মেট্রপলিটন পুলিশের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শহরে বাড়তে থাকা যানজট কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। কিছুদিন আগেই শিলিগুড়ি পুরনিগমে টোটো নিয়ে পুলিশ কমিশনার, ডিসিপি ট্রাফিকের সঙ্গে বৈঠকে বসেন মেয়র গৌতম দেব।
বৃহস্পতিবার সকাল থেকেই বিনা নম্বরের টোটো হিলকার্ট রোড, সেবক রোড, বিধান রোড সহ বিভিন্ন জাতীয় সড়কে উঠতে দেওয়া হচ্ছে না। শহরের ভেতরের রাস্তাগুলিতেও বিনা নম্বরের টোটো আটকানো হচ্ছে।এছাড়াও প্রধান রাস্তাগুলিতে চলাচল করতে দেখলে সেখানেও আটকে দেওয়া হচ্ছে।
এদিন বিভিন্ন ট্রাফিক গার্ডের তরফে বিনা নম্বরের টোটো চলাচল রুখতে অভিযানে নামা হয়। লাগাতার এই অভিযান জারি থাকবে বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে।