নিউজ ডেস্ক, ১০ মেঃ সন্তানকে নিয়ে ট্রেনে যাত্রা করছেন? একই বার্থে সন্তানকে নিয়ে ঘুমোতে সমস্যায় পড়তে হয়।একই বার্থে থাকে না পর্যাপ্ত জায়গা।তবে এবারে সেই সমস্যার সমাধান আনতে চলেছে ভারতীয় রেল।
রেল সুত্রে খবর, ট্রেনে শুরু হতে পারে বেবি বার্থ পরিষেবা।দূরপাল্লার ট্রেনে লোয়ার বার্থের সঙ্গে জুড়ে দেওয়া হবে এই বেবি বার্থ।জানা গিয়েছে আপাতত এসি টু এবং থ্রি টায়ার কোচে মিলবে এই পরিষেবা।প্রায় ৭৬.২ মিলিমিটারের মত উচ্চতায় থাকবে এই বার্থ যে কারনে কোনওভাবে আঘাত লাগার সম্ভবনা নেই।অন্যদিকে স্টপার দিয়ে সুরক্ষিত থাকবে এই বার্থ।
এখনও অব্দি একটি মাত্র ট্রেন লখনউ মেইলে একটি কোচে এই বেবি বার্থ পরিষেবা ট্রায়েল হিসেবে রাখা হয়েছে।পরবর্তীতে যাত্রীদের প্রতিক্রিয়া নিয়ে এই বার্থ চালু করতে পারে রেল।লোয়ার বার্থের সঙ্গে বেবি বার্থের টিকিট বুকিংএর ব্যবস্থা খুব শীঘ্রই ভারতীয় রেলের তরফে আনা হচ্ছে বলে খবর।
