শিলিগুড়ি, ১৩ নভেম্বরঃ শিলিগুড়ির ফুলেশ্বরী রেলগেটে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক যুবকের।মৃত যুবকের নাম বাপী পাল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় প্রতিদিন রাতে বাপী সহ কয়েকজন যুবক রেলগেটের পাশে বসে নেশাজাতীয় দ্রব্য সেবন করতো। প্রত্যেকদিনের মতো বুধবার রাতেও বাপী নেশার সামগ্রী নিয়ে রেলগেটের দিকে যাচ্ছিল।সেই সময়ই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা।ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় যুবকের।
ঘটনার পর স্থানীয় ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ঘটনাস্থলে পৌছায়।মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে।গোটা ঘটনার তদন্তে জিআরপি।
