শিলিগুড়ি, ১৪ নভেম্বরঃ যাত্রী সেজে ট্রেনে উঠে নেশার সামগ্রী খাইয়ে সহ যাত্রীদের লুট।ঘটনার পর্দাফাঁস করে মাস্টারমাইন্ডকে গ্রেফতার করলো এনজেপি জিআরপি এবং এসওজি টিম।ধৃতের নাম মোফিজুদ্দিন।ধুবড়ি জেলার বাসিন্দা।
জানা গিয়েছে, মোফিজুদ্দিন ও তার দল যাত্রী সেজে ট্রেনে উঠতো।এরপর সহযাত্রীদের সঙ্গে কথাবার্তার মাধ্যমে পরিচয় ও বিশ্বাস অর্জন করত।সুযোগ পেলেই খাবার ও পানীয়তে মাদক মিশিয়ে যাত্রীদের অচৈতন্য করে চলতো লুট।অসম-কলকাতা রুটে চলাচলকারী ট্রেনগুলিতে বিশেষভাবে সক্রিয় ছিল এই দলটি। কয়েকদিন আগে শিলিগুড়ির এক চিকিৎসক এই চক্রের খপ্পরে পড়ে।
কলকাতা থেকে ফেরার সময় চক্রের সদস্যরা চিকিৎসককে বিস্কুটের মাধ্যমে মাদক খাইয়ে অচৈতন্য করে তার সমস্ত জিনিসপত্র ও টাকা লুট করে।ঘটনার পর অভিযোগ দায়ের করেন সেই চিকিৎসক।এরপরই এনজেপি জিআরপি ও এসওজি টিম সক্রিয় হয়। গোপন সূত্রে খবর পেয়ে জিআরপি এবং এসওজি-র একটি দল যৌথভাবে অভিযান চালিয়ে এনজেপি রেলওয়ে স্টেশন থেকে মোফিজুদ্দিনকে গ্রেফতার করে।
ধৃতের বিরুদ্ধে মামলা দায়ের করে আজ তাকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে।চক্রের বাকি সদস্যদের খোঁজ শুরু করা হচ্ছে।গোটা ঘটনার তদন্তে এনজেপি জিআরপি।
