শিলিগুড়ি, ২০ জানুয়ারিঃ সাতসকালে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল দুই ব্যক্তির।ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এনজেপির ঠাকুরনগর সংলগ্ন এলাকায়।মৃত দুই ব্যক্তির বিভীষণ মাহাতো এবং স্বপন মাহাতো।
জানা গিয়েছে, দুই ব্যক্তি টি-পার্কে শ্রমিকের কাজ করতেন।এদিন সকালে কাজে যাওয়ার জন্য বেড়িয়েছিলেন দুজন।সেইসময় রেললাইন পার করতে গিয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় দুজনের।ঘটনার পরই ছুটে আসে রেল পুলিশ।মৃতদেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।গোটা ঘটনার তদন্তে রেল পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দুই ব্যক্তি রেললাইন পার হচ্ছিলেন।সেইসময় দ্রুতগতিতে ছুটে আসা একটি ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের।