খড়িবাড়ি, ২০ আগস্টঃ ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির।ঘটনাটি ঘটেছে খড়িবাড়ি ব্লকের পানিট্যাঙ্কি গৌড়সিং জোত এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার গভীর রাতে ট্রেনের বিকট আওয়াজ শুনতে পান স্থানীয়রা।ঘটনাস্থলে পৌঁছলে দেখতে পান ব্যক্তির মৃতদেহ।মৃতের নাম ফুলবাবু(৩৫)।নকশালবাড়ির বেঙ্গাই জোতের বাসিন্দা ছিলেন তিনি।
পরে খবর পেয়ে পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।এরপর খবর দেওয়া হয় জিআরপি পুলিশকে।জিআরপি ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।