ময়নাগুড়ি, ৪ অক্টোবরঃ ময়নাগুড়ি রোড সংলগ্ন কালিবাড়ি এলাকায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের।মৃতের নাম সঞ্জীব রায়।ময়নাগুড়ির ডাঙ্গাপাড়ার বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে ঘটনাটি ঘটে।এরপরই খবর দেওয়া পুলিশকে।খবর পেয়ে ময়নাগুড়ি থানা পুলিশ ও জিআরপি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।