আমবাড়িতে ট্রেনের ধাক্কায় মৃত্যু মহিলার

রাজগঞ্জ, ৫ আগষ্টঃ ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার।ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি সংলগ্ন গোকুলভিটা রেললাইন এলাকায়। মৃত মহিলার নাম বিলাতি রায় ( ৫৫)।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা ভিক্ষে করে সংসার চালাতেন। বেলা ২ টা নাগাদ ভিক্ষে করে বাড়ি ফিরছিলেন। রেললাইন পার হওয়ার সময় এনজেপি অভিমুখী একটি মাল গাড়ির ধাক্কায় মৃত্যু হয় মহিলার।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আমবাড়ি ফাঁড়ির পুলিশ ও রেল পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom girişcasibomcasicasibomcasibom 726Bonus veren sitelerCasibom 2024 - 2025Canlı BahisBedava deneme bonusucasibom güncel girişcasibomcasibomcasibom