শিলিগুড়ি, ১৬ জানুয়ারিঃ চমকে দিয়ে অভিনব কায়দায় গাঁজা পাচারের চেষ্টা। ট্রেনে করে লক্ষ লক্ষ টাকার গাঁজা পাচার করা হলেও কিছুই জানা যায়নি আগে। পর্দাফাঁস হল আবগারি দফতরের অভিযানে। ট্রেনের মধ্যে এভাবে গাঁজা পাচার হয় তা জানার পর রীতিমতো চমকে গিয়েছেন তদন্তকারীরা।কয়েক ঘণ্টা ট্রেনে তল্লাশি চালানোর পর উদ্ধার হয় গাঁজা। জানা গিয়েছে রানী কমলাপতী স্পেশাল ট্রেনে গাঁজা পাচার করা হচ্ছিল। ট্রেনের এস ৫ কোচে টয়লেটে জলের ট্যাঙ্কের মধ্যে গোপন চেম্বার বানানো হয়েছিল। সেখানে জলের পরিবর্তে গাজার প্যাকেট ঢোকানো হয়। এভাবে ট্রেনে গাঁজা পাচার করা হচ্ছিল।গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে কয়েক লক্ষ টাকার গাঁজা উদ্ধার করে আবগারি দপ্তর।
জানা গিয়েছে, আবগারি দফতরের কাছে খবর আসে আগরতলা থেকে আসা রানী কমলাপতী স্পেশাল ট্রেনে গাঁজা পাচার করা হচ্ছে। সেই খবর অনুযায়ী আবগারি দপ্তর নিউ কোচবিহার স্টেশন থেকে তল্লাশি চালানো শুরু করে। ট্রেনটি এনজেপি স্টেশনের কাছে এলে ট্রেনের এস৫ কোচের টয়লেটে জলের ট্যাঙ্কের কাছে গোপন চেম্বার থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা।গাঁজা উদ্ধার করা হলেও ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।উদ্ধার হওয়া গাঁজার ওজন ৪০ কেজির বেশি।যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ থেকে ৭ লক্ষ টাকা।
এই বিষয়ে জলপাইগুড়ি ডিভিশনের অতিরিক্ত আবগারি কমিশনার সুজিত দাস বলেন, আবগারি দপ্তরের আলিপুরদুয়ার ডিভিশনের টিমের কাছে খবর আসে ট্রেনে গোপন চেম্বার বানিয়ে গাঁজা পাচার করা হচ্ছে।সেই মত ট্রেনে তল্লাশি চালালেই উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা।এই গাঁজা ত্রিপুরা থেকে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল।এই চক্রে কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।