ফাঁসিদেওয়া, ৩০ এপ্রিলঃ চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে আহত হলেন এক ট্রেন যাত্রী।রবিবার ফাঁসিদেওয়া ব্লকের নিজবাড়ি স্টেশনের পালপাড়ায় ঘটনাটি ঘটে।হলদিবাড়ি শিয়ালদাহগামী ট্রেন থেকে পড়ে যান যাত্রী।
জানা গিয়েছে, ট্রেনের দরজার পাশে বসে থাকার সময় হঠাৎই ট্রেন থেকে পড়ে যায় ট্রেন যাত্রী যুবক। আহত যুবকের নাম রিজু ব্যানার্জি।এনজেপি এলাকার বাসিন্দা।ঘটনার পর ফাঁসিদেওয়া থানার পুলিশ আহত যুবককে উদ্ধার করে ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে পাঠায়।
যুবকের অবস্থার অবনতি হওয়ায় তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ।
